‘ক্যাসিনোর সঙ্গে জড়িত নই, কেন ধরা হলো জানি না’

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
র‌্যাবের হাতে আটক সফিকুল আলম ফিরোজ

‘আমি কোনো অপরাধ করিনি। কেন ধরা হলো জানি না। আমি ক্লাবে খারাপ কোনো খেলার সঙ্গে জড়িত ছিলাম না।’

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজ র‌্যাবের অভিযানে গ্রেপ্তারের পর গণমাধ্যমের সামনে এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এই অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের সফিকুল বলেন, 'আমি নির্দোষ। কেন আটক হলাম জানি না। কিছু তাস ছিল আমার রুমে। কোথা থেকে ইয়াবা এলো জানি না।'

তবে র‌্যাব-২ এর অধিনায়ক ঢাকাটাইমসকে বলেন, 'অবৈধ জিনিসসহ গ্রেপ্তার হলে সবাই এসব কথা বলে।'

সফিকুলের দাবি, তিনি এসব ক্যাসিনো খেলা বা ইয়াবা সেবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, 'আমার কথা বলা নিষেধ।' আটকে উপরের কোনো নির্দেশ ছিল এমন প্রশ্নে সফিকুল বলেন, 'আমি জানি না। তবে আমাকে আটক দেখানো হয়েছে।'

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে ক্লাব থেকে সফিকুলকে আটক করা হয়। পরে তাকে কোথায় নেয়া হয়েছে তা নিয়ে কোনো তথ্য জানায়নি র‌্যাব। পাঁচ ঘণ্টারও বেশি সময় পর তাকে কলাবাগান ক্লাবে আনা হয়। এরপর শুরু হয় তল্লাশি।

রাত সাড়ে আটটা পর্যন্ত চলে অভিযান। অভিযানে প্রায় এক হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এবারের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সফিকুল। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসএস/জেবি)