চাঁদাবাজির মামলায় ‍যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০২

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।

 

বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজি মামলা রয়েছে।

শুক্রবার রাতে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়ার্দ্দার নামে এক ব্যবসায়ী যুবলীগ নেতা মিজু এবং সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ইএস