কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১

যুবলীগ নেতাদের ব্যক্তিগত অফিস ও ক্যাসিনোতে অভিযানের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। ভেঙে ফেলা হয়েছে সামাজিক কাঠামো। গত কয়েকদিনের অভিযানে প্রমাণিত হয়েছে।'

শনিবার ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের অপরাধ ঢাকতে এবং দায় এড়াতে বিএনপিকে জড়াচ্ছে। যুবলীগ- ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা সবখানেই ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। দেশের জন্য জনগণের জন্য অত্যন্ত ভয়ংকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

'ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল বিএনপি’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘সরকারের লোকজন এ সমস্ত কথা বলে নিজেদের দোষ-ত্রুটি এড়িয়ে যেতে চান। এমন না যে তারা কেউ জড়িত নেই, সবাই জড়িত আছে। এখনতো কেঁচো খুঁড়ে সাপ বের হয়ে যাচ্ছে। সুতরাং এর থেকে কারও নিস্তার নেই। জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে না।’

‘আজকের পত্রিকা থেকে প্রমাণিত হয়ে গেছে যে, আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব কাঠামো ভেঙে দিয়েছে। সত্যিকার অর্থে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।’

ফখরুল বলেন, দেশে কত দুর্নীতি হচ্ছে খালেদা জিয়া দুর্নীতির মামলায় অবৈধভাবে জেলে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠুভাবে ছাত্রদলের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আমাদের তরুণ দুজন মেধাবী ছাত্র নেতা নির্বাচিত হয়েছেন এবং ছাত্রদলের এই নেতৃত্ব দেশনেত্রীর মুক্তির আন্দোলন, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা সবাই বিশ্বাস করি।’

এ সময় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের নতুন কমিটির নেতারা ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সদ্য বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, নবনির্বাচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/ ২১সেপ্টেম্বর/ এইচএফ/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :