মিসরে প্রেসিডেন্ট সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৭

মিশরের বেশ কয়েকটি শহরে কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সাইদ খলিল এল-আল সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।

শুক্রবার রাতে কয়েক হাজার বিক্ষোভকারী সিসির পদত্যাগের দাবিতে কায়রোর তাহরি স্কয়ারে জড়ো হন। ২০১১ সালের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল এই তাহরির স্কয়ার। আর এই আন্দোলনে মিশরের দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিক নেতার পতন ঘটে।

সামরিক বাহিনীর হস্তক্ষেপে দেশটির কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর পাস করা আইনের আওতায় মিশরে বিক্ষোভ কার্যকরভাবে নিষিদ্ধ ছিল। ২০১৪ সালে সিসি ক্ষমতা দখলের পর এ প্রথম সরকারবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

কায়রোর পাশাপাশি আলেকজান্দ্রিয়া এবং সুয়েজেও সিসি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এএফপি জানায়, বিক্ষোভ স্থানের কাছাকাছি দাঙ্গা পুলিশ ও সাদা পোশাকের পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। বিক্ষোভ দমনে কয়েকটি স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। তারা অন্তত পাঁচ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা ‘সিসি ক্ষমতা ছেড়ে চলে যাক’ বলে শ্লোগান দিতে থাকে।

গত ২ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে স্পেনে স্বেচ্ছানির্বাসনে থাকা মিশরীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী সিসি সরকারের বিরুদ্ধে অভিযোগ সম্বলিত ধারাবাহিক কয়েকটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে লাখ লাখ মিশরীয়কে দারিদ্র্যের মধ্যে রেখে প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবন এবং হোটেলের পেছনে মিলিয়ন ডলার অপচয়ের তীব্র সমালোচনা করেন তিনি। মঙ্গলবার প্রকাশিত আরেকটি ভিডিওতে বৃহস্পতিবারের মধ্যে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানান।

বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে শুক্রবার তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হবে বলেও জানান আলী।

তবে সিসি তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাখ্যান করেন ও পদত্যাগের সম্ভাবনা নাকচ করেন।

মিশরের ষষ্ঠ এবং বর্তমান রাষ্ট্রপতি সিসি সামরিক গোয়েন্দা বিভাগের প্রাক্তন পরিচালক, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রাক্তন জেনারেল ছিলেন। ২০১৪ সালের ৮ই জুন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তাঁর সরকার মিশরীয় সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণহীন ক্ষমতা প্রদান করেছে এবং কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাকে মিসরের সাবেক স্বৈরশাসকের সঙ্গে তুলনা করে একজন স্বৈরশাসক এবং শক্তিশালী শাসক হিসেবে চিহ্নিত করেছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :