ফেসবুকের প্রধান কার্যালয়ে কর্মীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭

বিশ্বের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির এক কর্মী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবারের এই ঘটনায় তদন্ত শুরু করেছে মেনলো পার্ক পুলিশ বিভাগ। কর্মীর আত্মহত্যার বিষয়টি ফেসবুক নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ক্যাম্পাসের একটি ভবনের চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ওই কর্মী। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানায় মেনলো পার্ক পুলিশ। এ ঘটনার প্রাথমিক তদন্তে কোনো হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, মেনলো পার্ক পুলিশ অফিসার্স এবং মেনলো পার্ক ফায়ার প্রোটেকশন ডিসট্রিক্ট কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ওই ব্যক্তির কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অগ্নিনির্বাপক এবং প্যারামেডিকস কর্মীরা চিকিৎসা শুরু করলেও তাকে জাগিয়ে তোলা সম্ভব হয়নি।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, আমাদের একজন কর্মী মৃত্যুবরণ করেছেন, সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা তদন্তে পুলিশকে সাহায্য করছি এবং কর্মীদের মানসিক সহায়তা দিচ্ছি।

ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :