‘মাদক ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের সম্পৃক্ত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২

রাজধানীর জোয়ার সাহারা এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নূরানী মসজিদ রোডের হাজী বাড়ি সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী ইসরাফিল আশরাফ বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের ক্ষতিকারক দিক। এটা সমাজ থেকে নির্মূলে করতে হবে। সদিচ্ছা থাকলে এটা নির্মূল করা সম্ভব।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জোয়ার সাহারা এলাকায় মাদকবিরোধী যে সংগঠন আত্মপ্রকাশ করেছে, সেটি মাদক ও জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখবে। যেসব নেতার সহযোগিতায় ইয়াবাসহ মাদক বিক্রি করা হয়, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করুন। অবশ্যই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আদিল হাসান বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যাতে এসব অপরাধ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকদের সচেতন হতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে ভাড়াটিয়ার যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখবেন। তাহলে কোনো অপরাধ হলে সহজেই বের করা সম্ভব হবে।’

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল কমিটির সভাপতি হাজী মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইসহাক মিয়া, ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ওমর আলী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডা. মো. জিনাত আলী, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজী নূর বক্স জামে মসজিদের সভাপতি মো. আব্দুল কুদ্দুছ ও সাহারা কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মো. আব্দুল হাকিম মৃধা প্রমুখ।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :