থলের কালো বিড়াল বেরিয়ে আসছে: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৫

যুবলীগের একজন সম্পাদকের বাসা থেকে কোটি টাকা নগদ পাওয়া গেলে বড় নেতাদের বাড়ি তল্লাশি করলে আরও বেশি অবৈধ সম্পদ পাওয়া যাবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সরকারকে অবৈধ দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘সরকারের থলের ভেতর থেকে ধীরে ধীরে কালো বিড়াল বেরিয়ে আসছে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ধারাবাহিকভাবে মানববন্ধনের কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ওলামা দল এই মানববন্ধনের আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘আপনারা দেখছেন যুবলীগ নেতারা কীভাবে অবৈধভাবে ঢাকা শহরে ক্যাসিনো চালাচ্ছে। কীভাবে লুট ও চাঁদাবাজি করছে। একজন যুবলীগ নেতার বাড়িতে ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রার বস্তা পাওয়া গেছে। সেখানে কত টাকা পাওয়া গেছে তা এখনো বলা হয়নি।’

বিএনপির এই নেতা বলেন, ‘যুবলীগের একজন সমবায় সম্পাদকের বাড়িতে এক কোটি ৮০ লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে। তাহলে আপনারা বুঝতে পারেন তার চেয়ে যারা যুবলীগের একটু বড় নেতা আছেন তাদের বাড়িতে কত টাকা পাওয়া যাবে। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ৮৬ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আমরা ধারণা করতে পারি, তাদের ওপর লেভেলের নেতারা এর চেয়ে বড় বড় দুর্নীতিতে জড়িত আছেন। তাদের বাড়িতে অনুসন্ধান করলে এর চেয়ে বেশি অবৈধ সম্পদ পাওয়া যাবে।’

রাজধানীতে ক্যাসিনোগুলো প্রশাসনের সহযোগিতায় চলছে- এমন দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘না হলে থানা থেকে কয়েক গজ দূরে এরকম ক্যাসিনো চলতে পারে না। শুধু ক্যাসিনো না, এমন কোনো অন্যায় নাই যে এই অবৈধ সরকার করে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে অনৈতিক ও অস্বাভাবিকভাবে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :