অ্যাকশন শুরু, দলে পরগাছা থাকবে না: কাদের

কক্সবাজার প্রতিনিধি
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩

দলের যারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে কোনো আগাছা-পরগাছা থাকবে না বলে জানান তিনি। চলমান শুদ্ধি অভিযান শুধু ঢাকাতেই নয়, সারাদেশে বিস্তৃত করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার বিকালে কক্সবাজারে পর্যটন গলফ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাবধান হয়ে যাও। দলের মধ্যে আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। দেশরতœ শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। অপকর্ম ও অপরাধ করে কেউ ছাড় পাবে না। সে যত বড় প্রভাবশালী হোক না কেন। দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশে শুদ্ধি অভিযান চালানো হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। মানবতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। সেসময় অন্যরা শুধু ফটোসেশন করেছে। বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তাদের নেতা লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা রোহিঙ্গাদের উস্কে দিতে চায়। বিএনপি বিদেশিদের রোহিঙ্গাদের নিয়ে কিছু বলেনি। উল্টো দেশের বিরুদ্ধে বিষোদগার করেছে।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সর্বত্র সংকট সৃষ্টি হয়েছে। কক্সবাজারসহ উখিয়া-টেকনাফের মানুষ কষ্টে আছে। আজ বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত বিপন্ন। হুমকির মুখে এখানকার ট্যুরিজম। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।’

কাদের বলেন, ‘তবে হতাশ হবেন না, যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে আছেন, থাকবেন। তিনি অসুস্থতা নিয়েও জাতিসংঘে গেছেন রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ আবদুর রহমান বদিসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :