চট্টগ্রামে এনপিপিতে যোগদান ও কর্মী সমাবেশ উপলক্ষে মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৫

চট্টগ্রামে ন্যাশনাল পিপলস পার্টিতে (এনপিপি) যোগদান ও কর্মী সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।

এতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলার সভাপতি ড. মো. জাহেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল পাশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন এনপিপির যুগ্ম সম্পাদক মো. নুরুদ্দীন, ইঞ্জিনিয়ার ফজলুল হক মানিক, সহ-সভাপতি মো. মুছা, বোরহান উদ্দীন আজাদ, মো. নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, সহ-দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক মো. শামীম মিশু, সহ-প্রচার সম্পাদক এইচ এম মাসুদ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনছুর আলম বাবুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলার সভাপতি ড. জাহেদ খান তাঁর বক্তব্যে বলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ^াসী। আমরা একটি অন্যরকম রাজনৈতিক দল।

তিনি আরো বলেন, এই দলের নেতাকর্মীরা সব সময় সন্ত্রাস, লুটতরাজ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে। আমরা সবসময় দেশ ও দেশের জনগণের কথা চিন্তু করে রাজনীতি করি। আমরা কাজ করি এদেশের জনগণের কল্যাণে। এছাড়া তিনি উক্ত সভাবেশ সফল ও স্বার্থক করার জন্য সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহবান জানান।

আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার এনপিপিতে যোগদান কর্মসূচি ও কর্মী সমাবেশ হওয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :