বগুড়ায় ক্লাবে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার টাউন ক্লাব থেকে জুয়া খেলার সময় ১৪ জন জুয়ারি এবং জুয়ার আসর পরিচালনার অভিযোগে ক্লাবের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী টাউন ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় ক্লাব থেকে জুয়া খেলার সরঞ্জামসদ নগদ ১৬০০ টাকা উদ্ধার করা হয়।

শহরের সাতমাথার টেম্পল রোডে অবস্থিত এই ক্লাবে দীর্ঘদিন ধরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জমজমাটভাবে জুয়ার আসর চলছিল।  

জানা গেছে, রাত ৯টায় টাউন ক্লাব ঘেরাও করে সদর থানা পুলিশ। এরপর পুলিশ ক্লাবের ভেতর ঢুকে প্রতিটি কক্ষ তল্লাশি চালায়। এসময় ক্লাবের ভেতরে জুয়া খেলায় ১৪ জন এবং জুয়া পরিচালনা করার অভিযোগে টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামিম কামাল শামিমকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঢাকা টাইমসকে জানান, প্রতিদিন কী পরিমাণ টাকার জুয়া খেলা হচ্ছিল এটা বলা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে টাউন ক্লাবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জুয়া চালানোর অভিযোগ ছিল। গ্রেপ্তারকৃতদের নামে জুয়া আইনে মামলা দায়ের করা হবে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)