সারাদেশে হচ্ছে আরও ১৩ সিনেপ্লেক্স

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১

বিনোদন প্রতিবেদক

ঢাকার মধ্যে বসুন্ধরা শপিং মল, ধানমন্ডি ও মহাখালীতে রয়েছে বিলাসবহুল সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এবার ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ ১৩টি জেলায় হতে যাচ্ছে আরও ১৩টি সিনেপ্লেক্স।

সম্প্রতি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে এমন তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানটির আয়োজন করে টিএম ফিল্ম। এই অনুষ্ঠানের মাধ্যমেই তাদের যাত্রা শুরু হয়।  সেখানে পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে এই সিনেপ্লেক্সগুলো নির্মাণের অনুমোদন দিয়েছেন। এসব সিনেপ্লেক্সে মাল্টিপারপাস অডিটরিয়াম থাকবে বলেও তিনি জানান।

টিএম ফিল্ম আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি ও গায়ক কৈলাশ খের। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতের বহু তারকা। সাংসদ পলকের মুখে ১৩টি সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা শুনে তারা সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এএইচ