আলবেনিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬৮ জন আহত

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আলবেনিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্পে ৬৮ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার দেশটির বন্দর নগরী দুরেসে ওই ভূমিকম্প আঘাত হানে। রাজধানী তিরানা এবং দুরেসে ভূমিকম্পের কারণে প্রচ- ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।  

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওল্টা শাকা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গত ৩০ বছরে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এ ঘটনায় ৪৮টি বাড়ি এবং তিনটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে, দুরেসে ৪২টি বাড়ি এবং চারটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন প্রাণহানি না হওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি মন্তব্য করেন।

রাজধানী তিরানার ৬৭ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ভূমিকম্পের কারণে অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ঈশ^রকে ধন্যবাদ যে, ভূমিকম্প মাত্র ২০ সেকেন্ড ছিল। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল বলে জানিয়েছে।  অপরদিকে আলবেনিয়ার জিওসায়েন্স ইনিস্টিটিউটের প্রতিবেদনে ভূমিকম্পটি ৫ দশমিক ৮ মাত্রার ছিল এবং এর ১১ মিনিট পর ৫ দশমিক ৩ মাত্রার পরাঘাত হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/আরআর