পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৬

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তানের গিলগিট-বালটিস্তান জেলার বাবুসার পাশ রাস্তায় এক যাত্রীবাস দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। 

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা ফিরাক বলেন, বাস দুর্ঘটনায় আহতদের সবাইকে শিলাস হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তাছাড়া, আহতদের উন্নত চিকিৎসার জন্য দুইটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও তিনি জানান।  

দিয়ামার পুলিশের মুখপাত্র মোহাম্মদ ওয়াকেল বলেন, বেসরকারি কোম্পানির যাত্রীবাহী বাসটি রাতে স্কার্দু থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। 

ওয়াকেল আরো বলেন, রবিবার সকালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। চালক কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়েছে তা জানা যায়নি।   

বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের অধিকাংশ স্কার্দুতে বসবাস করে বলে জানিয়েছে জেলা কর্মকর্তা রাজা আশফাক। 

বাবুশার পাশ রাস্তাটি পর্যটকরা বেশি ব্যবহার করেন। বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত রাস্তাটি খোলা থাকে। পরে অতিরিক্ত বরফের কারণে সারা বছর রাস্তাটি বন্ধ থাকে। 

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/আরআর