এক মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৭ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫২

চলতি বছরের আগস্ট মাসে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বেড়েছে ২০ লাখের বেশি। সাম্প্রতিক বছরগুলোয় এক মাসে সবচেয়ে বেশি ব্যবহারকারী বাড়ার ঘটনা এটি। তথ্য বলছে, নতুন ব্যবহারকারীদের মধ্যে ১৯ লাখ ৫৯ হাজার মোবাইল ইন্টারনেট ও এক লাখ ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

বিআরটিসি জানায়, গত মাসে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১৯ লাখ ৫৯ হাজার। ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে আরও এক লাখ। এ নিয়ে দেশে মোট ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৬ লাখে। বিআরটিসির ইতিহাসে এটাই সর্বোচ্চ ইন্টারনেট সংযোগের সংখ্যা।

এর মধ্যে মোবাইল ফোন-ভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় নয় কোটি ২৪ লাখ। এছাড়া, ওয়াইম্যাক্স ব্যবহারকারী রয়েছে ৪০ হাজার। আইএসপি ও পিএসটিএন সংযোগ ব্যবহার করছেন ৫৭ লাখ ৩৫ হাজার ব্যবহারকারী।

বিটিআরসি’র প্রতিবেদন অনুসারে, বর্তমানে দেশে মোট সক্রিয় মোবাইল সংযোগ রয়েছে ১৬ কোটি ২৬ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি সংযোগ প্রদানকারী হচ্ছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বর্তমান মোবাইল সংযোগ রয়েছে সাত কোটি ৫৬ লাখ। গ্রামীণফোনের পর চার কোটি ৭৮ লাখ, তিন কোটি ৪৮ লাখ ও ৪৩ লাখ ৮৭ হাজার সংযোগ নিয়ে তালিকায় রয়েছে যথাক্রমে রবি, বাংলালিংক ও টেলিটক।

প্রতিবেদন অনুসারে, ইন্টারনেট ব্যবহারকারী এমন হারে বৃদ্ধি পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। কেননা, বকেয়া অর্থ নিয়ে দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর- গ্রামীণফোন ও রবির ওপর বিআরটিসির কড়াকড়ি আরোপ রয়েছে। জুলাই মাসেই বিআরটিসির সঙ্গে দ্বন্দ্ব বাধে গ্রামীণফোন ও রবির।

পাওনা নিয়ে গত কয়েক মাস ধরে গ্রামীণফোন ও রবিকে চাপে রেখেছে বিটিআরসি। বকেয়া আদায়ে মোবাইল ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থার দিকেও হেঁটেছে নিয়ন্ত্রক সংস্থা। এসবের পরও ইন্টারনেট ব্যবহারকারীর ব্যাপক সংখ্যা বৃদ্ধি অবাক করেছে সংশ্লিষ্টদের।

গত জুলাই মাসে গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছিল বিটিআরসি। এখন তাদের তথ্যই বলছে, ব্যান্ডউইথ কমানোর পরও অপারেটরগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়েনি। বরং নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা