তুলার বস্তায় ফেনসিডিল, নারী কারবারি আটক

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

হিলি সীমান্তে তুলার বস্তায় করে ফেনসিডিল পাচারকালে পারুল আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর-হিলি প্রধান সড়কের মুহাড়াপাড়া এলাকার তিনরাস্তা মোড় থেকে ওই কারবারিকে আটক করা হয়। এসময় ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক পারুল আক্তার বিরামপুর উপজেলার দক্ষিণ দামোদরপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

বাসুদেবপুর বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু নাছের জানান, বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকা থেকে ভ্যানযোগে তুলার বস্তায় করে ফেনসিডিলসহ এক নারী হাকিমপুর উপজেলার দিকে আসছে এমন গোপন সংবাদে বিজিবির এক চৌকস দল ক্যাম্পের সামনে ২৮৫/৩৫এস পিলারের পাশে অবস্থান নেন। পরে, সেখানে নারী যাত্রীসহ তুলার বস্তা বহনকারী একটি ভ্যানকে দাঁড় করে তল্লাশি করে ৯২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)