‘আ.লীগে শুদ্ধি অভিযান প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ’

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল। ৭০ বছরের ইতিহাসে দলটি অনেক চড়াই-উৎরাই পার করেছে।’

সম্প্রতি দলে শুদ্ধি অভিযানকে তিনি স্বাগত জানিয়ে বলেন, ‘সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ। দেশের কোটি কোটি মানুষ ও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা এ সিদ্ধান্তটি সাধুবাদ জানাচ্ছেন।’

রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইসিটি কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান সমস্যা ছিল জঙ্গিবাদ মোকাবিলা। এটিতে প্রধানমন্ত্রী সফল হয়েছেন। এখন আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। একটি মাদক ও অপরটি দুর্নীতি নির্মূল করা। সেটি নিয়েই দলের সভানেত্রী শেখ হাসিনা কাজ করছেন।’

এতে করে দল আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন জুনাইদ আহমেদ পলক।

চুয়াডাঙ্গা জেলাকে সম্ভাবনাময় জেলা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘শিগগির এ জেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। নির্মাণ করা হবে একটি হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। এছাড়া জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। একই সাথে শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই আউট সোসিংয়ের কাজ করে উপার্জন করতে পারে সে বিষয়টিও মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি গ্রামে ডিজিটাল সেবা নিশ্চিত করা।’

এর আগে সকালে প্রতিমন্ত্রী জীবননগর উপজেলাতে প্রস্তাবিত হাইটেক পার্কের জায়গা পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :