যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আরশাদ সরদার নামে এক স্কুলের প্রধান শিক্ষকের নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাজনিন নাহার।

রবিবার সন্ধ্যায় ঝিকরগাছার বাঁকড়া এলাকার উজিরপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত নাজনিন নাহারকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত আরশাদ সরদার মণিরামপুরের দীঘিরপাড় গ্রামের আনসার সরদারের ছেলে। তিনি স্থানীয় খেদাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।

দীঘিরপাড় ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর রহমানসহ স্থানীয়রা জানান, সন্ধ্যার পূর্বে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাঁকড়ার উজিরপুরে বোনের বাড়িতে যাচ্ছিলেন আরশাদ সরদার। তারা উজিরপুরে পৌঁছলে সামনে একটি ট্রাক পড়ে। ট্রাকটিকে ওভার করে সামনে উঠতে যান তিনি। এসময় রাস্তার পাশের কাঁদায় মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান তারা। ঠিক তখনই ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরশাদ সরদারের। ট্রাকটি আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি উপ-পরিদর্শক সালাউদ্দিন ও বাঁকড়া ক্যাম্প পুলিশের আইসি মেসবাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :