বাসচাপায় চালকসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৪ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১

শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায় চালকসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রবিবার রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের উপজেলার চিথলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও যাত্রী হাবিবুর রহমান। নিহত আরেক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী বাস ও নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-শেরপুর মহাসড়কের নকলার চিথলিয়ায় পৌঁছালে ওই দুই গাড়ির সংঘর্ষ হয়। এ সময় চালকসহ অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চালক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত চার যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে হাবিবুর রহমান ও অজ্ঞাত পরিচয় আরো এক যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহতরা হলেন মেহেদী হাসান, জুয়েল মিয়া ও হালিমা বেগম। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :