পাকিস্তানকে চূর্ণ-বিচূর্ণ করার হুঁশিয়ারি রাজনাথের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫

ইতিহাসকে প্রেক্ষাপটে রেখে রবিবার ফের পাকিস্তানকে হুঁশিয়ারি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভূলের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজের মাটিতে মানুষের অধিকার ঘোরতরভাবে খর্ব করার জন্য যেকোনো সময় প্রতিবেশি দেশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতে পারে। সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

বিহারে ‘জন জাগরণ সভা’ একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘আর্টিকেল ৩৭০ ক্যান্সারের মতন। যার জন্য রাজ্যে অনেক রক্তক্ষয় হয়েছে’। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, ‘কাশ্মীরের বেশিরভাগ অংশই এই সিদ্ধান্তকে সমর্থন করেছে’।

ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী এই নেতা বলেন, ‘সন্ত্রাস নিয়ে পাকিস্তান সংযত হলে তবেই ভারত কথা বলবে। আর পাশাপাশি ভারতের মনে রাখা উচিত যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীন বিষয়। কথা শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হতে পারে।’

ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :