নতুন প্রক্টর পরেশ

যোগদানের দুই দিনের মাথায় পদ ছাড়লেন ইবি প্রক্টর

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০
অধ্যাপক ড. মাহবুবর রহমান

ছাত্রলীগের একাংশের তীব্র আন্দোলনের মুখে যোগদানের দ্বিতীয় দিনেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। তার স্থানে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে সাময়িকভাবে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েক দফা বৈঠকের পর পদত্যাগ করেন মাহবুবুর। রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী নতুন প্রক্টর নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন কর্তৃপক্ষ। গত শনিবার প্রক্টর পদে যোগদান করেন তিনি।

ইবির নতুন প্রক্টর পরেশ চন্দ্র বর্মণমাহবুবর রহমানকে অবৈধ্য ঘোষণা দিয়ে তার পদত্যাগের দাবিতে গতকাল থেকে আন্দোলন শুরু করে ছাত্রলীগের একটি অংশ। দুপুর দেড়টায় ক্যাম্পাসের দলীয় টেন্ট থেকে প্রতিবাদ মিছিল বের করে উপাচার্যের কাছে মাহবুবরের অপসারণের দাবি জানায় তারা। এক পর্যায়ে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরোধ করে ছাত্রলীগের ওই অংশের নেতাকর্মীরা। পরে প্রশাসন ভবনে গিয়ে অবস্থান নিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে।

কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমাধান না পাওয়ায় রাতভর আন্দোলনের হুমকি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরতদের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা জরুরি বৈঠক করেন। শেষে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিবৃত দেওয়া হয়। সেখানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এরপর ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত হয়।

জানতে চাইলে অধ্যাপক পরেশ চন্দ্র বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করব কি না তা এখনো বলতে পারছি না।’

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :