নির্বোধরা বেশি কথা বলে: রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪

এবারের চ্যাম্পিয়ন্স লিগেও অ্যাতলেতিকো মাদ্রিদের উচ্ছৃঙ্খল ভক্তেরা বিরক্ত করেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। যতবার তিনি বল ধরেছেন ততবার বিদ্রুপ করা হয়েছে পর্তুগীজ তারকাকে। একবার তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে রোনালদো হাত তুলে দর্শকদের দিকে ইঙ্গিতে কিছু বলেন।

একই ঘটনা ঘটে গত বার চ্যাম্পিয়ন্স লিগে। সেবারও তাঁকে বিদ্রুপ করছিল স্পেনের ক্লাবের দর্শকেরা। সেবার অবশ্য ফিরতি ম্যাচে হ্যাটট্রিক করে জবাব দেন রোনালদো। আর হাত তুলে ইঙ্গিতে কী বলতে চেয়েছেন জানতে চাওয়া হলে তাঁর জবাবটা ছিল, ‘‘শিখুন, আপনাদের শিখতে হবে।’

শনিবার আবার রোনালদোকে তাঁর সেই প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়। ইটালির লিগ সিরি আ’তে ভেরোনাকে ২-১ গোলে জুভেন্টাস হারিয়ে ওঠার পরে। শনিবার এই ম্যাচে রোনালদোর পেনাল্টিতে করা গোল থেকেই জেতে তাঁর ক্লাব। ম্যাচের পরে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার যা বলেন তাতে পরিষ্কার হয়ে যায় তিনি ইঙ্গিতে কী বোঝাতে চেয়েছেন।

রোনালদোর কথায়, ‘কিছু লোক আসলে বেশি কথা বলতে ভালবাসে। এটাই আমি বোঝাতে চেয়েছি। কিছু লোক হচ্ছে নির্বোধ, তাই ওরা বেশিই কথা বলে।’

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :