খালেদাকে দেখে চেনা যাচ্ছে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৭
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘এখন আর চেনা যাচ্ছে না’ বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপি প্রধান হাত দিয়ে তুলে খেতে পারছেন না বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেছেন, ‘এবার ক্ষ্যান্ত দিন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।’

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেছেন, ‘সম্পূর্ণ নিরাপরাধ বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের আজ ৫৯২তম কালোদিবস। ২০ দিন পর গত শুক্রবার দেশনেত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন তার স্বজনরা। তাদের মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, তাঁকে এখন আর চেনা যাচ্ছে না। কারাগারে যাওয়ার আগে তিনি যেমন ছিলেন এখন তেমন আর নেই।’

বিএনপির নেতা বলেন, ‘ওজন অনেক কমে যাওয়ায় খালেদা জিয়া শুকিয়ে গেছেন। অসুস্থতায় তিনি হাঁটাহাঁটি করতে পারেন না। বিছানা অথবা চেয়ারে বসে থাকতে হয়। এ কারণে ওষুধ খাওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। পায়ের ব্যথা কমেনি। কারাগারে গেলেন হেঁটে। অথচ এখন হাঁটতে পারছেন না।’

রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে হুইলচেয়ারে করে এদিক-ওদিক নিতে হয়। তিনি উঠে দাঁড়াতে পারে না, তার সারা শরীরে ব্যথা। এমনকি হাত দিয়ে মুখে তুলে খেতেও পারে না। রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন না, তার দুই কাঁধ প্রায় ফ্রোজেন, হাতগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেগম জিয়ার অসুখটা এমন যেটা ‘ইরিভার্সিবল ডিজিস’। যে ক্ষতিটা হবে তা আর কোনো চিকিৎসাতেই ফিরে আসবে না। তার শরীরের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, ‘আপনি দেশনেত্রীর ওপর অনেক অত্যাচার করেছেন। এবার ক্ষ্যান্ত দিন। মিথ্যা সাজানো প্রতিহিংসার মামলায় অনেক বেশি শাস্তি দেয়া হয়েছে দেশনেত্রীকে। এবার দ্রুত তাকে মুক্তি দিন।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :