চার পেসার খেলানোর কথা ভাবছেন ডোমিঙ্গো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৭ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল কাল (মঙ্গলবার)। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। যেখানে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সম্প্রতি চট্টগ্রামে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে কোনো পেসার না নিয়েই খেলতে নেমে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরিকল্পনা কাজে আসেনি। ম্যাচে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা।

এরপর টি-টোয়েন্টি সিরিজে পেসার-স্পিনারদের মিশেলে একাদশ গঠন করছে বাংলাদেশ। চট্টগ্রামে দুই ম্যাচে একাদশে ছিলেন তিন পেসার। কিন্তু ফাইনাল ম্যাচে মিরপুরে একাদশে দেখা যেতে পারে চারজন পেসার। তেমনই ইঙ্গিত দিয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তবে, সেটি নির্ভর করবে উইকেট কেমন তার উপর।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘আমরা আজই একাদশ চূড়ান্ত করব না। তবে, ১২ জনের একটা দল সাজাব যেখানে চারজন পেসার রাখা হবে। ম্যাচের দিন মাঠে এসে উইকেট দেখার পর একাদশ চূড়ান্ত করা হবে। যদি উইকেটে পেস ও বাউন্স থাকে তাহলে পেসার বেশি নিয়ে আমরা ভালো কিছু করতে পারব। আমরা চার পেসার খেলানোর ব্যাপারে ভাবছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে আমরা কেমন করলাম শুধু তা নিয়েই আমরা পরিকল্পনা করছি না। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। অস্ট্রেলিয়ার উইকেটের কথা মাথায় রেখেই কাজ করছি। পাশাপাশি বর্তমান পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে। অস্ট্রেলিয়ায় আপনি কখনোই এক পেসার নিয়ে খেলতে পারবেন না। অন্তত তিনজন পেসার লাগবেই।’

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :