সুনামগঞ্জে ভ্যানচালক হত্যায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩১

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জে ভ্যানচালক তরিব উল্লাহ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন। সোমবার দুপুরে তিনি এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর নূর জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা।

শাহনূর মিয়া, ইদ্রিস আলী ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বজলুর রহমান ও তানজু মিয়া নামে দুইজনকে খালাস দেয় আদালত।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এপিপি সৈয়দ জিয়াউর রহমান বলেন, ‘রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিল।’

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ুন মঞ্জুর চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের ভ্যানচালক তরিবউল্লাহ ও প্রতিবেশী আব্দুর নূরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে আব্দুর নূর তার লোকজন নিয়ে তরিবউল্লার ওপরে হামলা চালায়। এতে তরিবউল্লাহ গুরুতর আহত হন। তাকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাবার পথে তরিবউল্লাহ মারা যান।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)