চট্টগ্রামে কথিত যুবলীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪১

চট্টগ্রামে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেয়া নুর মোস্তফা টিনুকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার রাতে নগরের চকবাজার থানার বাদুরতলা এলাকায় তার বাসায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালায় র‌্যাব-৭। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে টিনুর বাসা থেকে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে রাত ১২টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিসহ নূর মোস্তফা টিনুকে আটক করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে তার এক সহযোগীকেও আটক করে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, নুর মোস্তফার বিরুদ্ধে নগরের চকবাজার, পাঁচলাইশ, মুরাদপুর ও দেওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের নামধারী।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘পিস্তলসহ আটকের পর টিনুর বাসায় অভিযান চালায় র‌্যাব। তার দেয়া তথ্যে বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। ’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :