প্রাক-মডেল হিসেবে নির্বাচিত আট কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫

দেশে প্রথমবারের মতো আটটি বেসরকারি কলেজকে প্রাক-মডেল কলেজ হিসেবে নির্বাচিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান উপাচার্য ড. হারুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘প্রথমবার মডেল কলেজ নির্বাচন প্রক্রিয়ায় নির্দিষ্ট ছকে অনলাইনে মোট ৮৯টি কলেজের পক্ষ থেকে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আবেদনপত্রসমূহের তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের টিম সরেজমিনে যাচাই করে ১৫টি কলেজকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এরপর ৪০টি পূর্ব নির্ধারিত দক্ষতাসূচকের ভিত্তিতে এদের মধ্যে যে আটটি কলেজ স্বল্পমেয়াদী শর্তসমূহ পূরণ করতে সমর্থ হয়েছে, তাদেরকে প্রাক-মডেল কলেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে।’

নির্বাচিত কলেজগুলো হলো ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমনিরহাট উত্তরবাংলা কলেজ, বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ, টাঙ্গালের রেসিডেন্সিয়াল মহিলা কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজ এবং কিশোরগঞ্জের রফিকুল ইসলাম মহিলা কলেজ।

অধ্যাপক হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে বলেন, ‘পূর্ণাঙ্গ মডেল কলেজ হিসেবে বিবেচিত হওয়ার জন্য ওই কলেজসমূহকে আগামী এক বছরের মধ্যে মধ্যমেয়াদী এবং দুই বছরের মধ্যে দীর্ঘমেয়াদী শর্ত পূরণ করতে হবে।’

‘নির্বাচিত মডেল কলেজসমূহ শিক্ষার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা অন্যসব কলেজের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে, এটি আমাদের প্রত্যাশা। পর্যায়ক্রমে বহুসংখ্যক কলেজকে মডেল কলেজের পর্যায়ে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা আমাদের রয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, উপ-উপাচার্য ড. মো. মশিউর রহমান, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন ড. আনোয়ার হোসেন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ড. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. মোহাম্মদ বিন কাশেম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

চবি উপাচার্য হলেন অধ্যাপক আবু তাহের

জবি শিক্ষার্থী মীমের অভিযোগের তদন্ত চলছে: ডিবি প্রধান

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :