রোহিঙ্গা প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস চীনের

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই দফায় ব্যর্থ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি এই সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে গিয়ে এই আশ্বাস দেন।

রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকে তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রিত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে সার্বিক সহযোগিতা লক্ষ্যে কার্যকর ভূমিকা নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে চীন বাংলাদেশের পাশে আছে এবং সার্বিক সহযোগিতা করবে।’

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের পর দেশটির প্রতিনিধিদল কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করেছে। সেই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত লি জিমিং।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এনআই/জেবি)