শিবচরে মৃত্যুর দেড় মাস পর শিশু তামিমের লাশ উত্তোলন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামে মৃত্যুর দেড় মাস পর কবর থেকে তামিম (৪) নামে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।

সোমবার সকাল পৌনে দশটার দিকে আদালতের নির্দেশে ওই লাশ তোলা হয়। মৃত তামিম ওই গ্রামের সৌদি প্রবাসী সায়াদ মাঝির ছেলে।

পারিবারিক সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৬ আগস্ট দুপুরে শিশুটির মা তানিয়া বেগম শিশুটির বংশের চাচা আরশেদ মাঝির কাছে রেখে পাটের আঁশ ছড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিতে ছিলেন। দুই ঘণ্টা পরে শিশুটির মা তার ছেলে খোঁজ নিতে গিয়ে দেখেন সে মসজিদে মৃত পড়ে আছে। পরে স্বাভাবিকভাবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে শিশুটির মায়ের সন্দেহ হয় তার শিশুকে হত্যা করা হয়েছে। এতে তিনি আদালতে মামলা করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শিশুর লাশ উদ্ধার করা হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান ও শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদের  উপস্থিতিতে তামিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)