‘শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই’

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

‘বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য হলেও শ্রমিকরা এখনো অবহেলিত, তাদের শ্রমের মূল্য সন্তোষজনক। সে জন্য শ্রমিকদের যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকব। তাদের কল্যাণে যে কোন গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে চাই।’

সোমবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে জেলা শ্রমিক ঐক্য জোটের মতবিনিময় সভায় জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় আরো বক্তৃতা করেন- বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশনের সভাপতি আব্দুল মতিন, দোগাছি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খুরশেদ আলম সৈকত, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, শ্রমিক ঐক্য জোটের আহবায়ক মইনুল দেওয়ান, যুগ্ম আহবায়ক রাব্বু মিয়া নুরু, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন জনি প্রমুখ।

মতবিনিময় সভায় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজ তহবিল থেকে শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)