কক্সবাজারে এনআইডি কার্ড জালিয়াত চক্রের পাঁচ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪

কক্সবাজারে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় জাল জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরির মূল্যবান ইলেকট্রনিকস সামগ্রীসহ প্রচুর মালামাল উদ্ধার করা হয়।

সোমবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক ও মালামাল উদ্ধার করে।

ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- রাশেদ, ওসমান, শফিকুল ইসলাম, ফরহাদ এবং তাসিন হোসেন।

ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বলেন, ‘কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারসহ তাদের আটক করা হয়। তাদের প্রাথমিক স্বীকারোক্তি মতে, ওই ব্যক্তিরা রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ, ভুয়া এনআইডি এবং পাসপোর্ট তৈরিতে সহায়তা করত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :