আলফাডাঙ্গায় নানা আয়োজনে মিনা দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৬

‘মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় মিনা দিবস-২০১৯ পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা শিক্ষা অফিস।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতি কনা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক ও লাবণী রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলেয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দিন টুটু প্রমুখ।

আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :