চট্টগ্রামে এনপিপির মতবিনিময় সভা

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামে ন্যাশনাল পিপলস পার্টিতে (এনপিপি) যোগদান ও কর্মী সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। নগরীর চকবাজারের অস্থায়ী কার্যালয়ে গত শনিবার এ সভা হয়।

এতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলার সভাপতি ড. মো. জাহেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল পাশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- এনপিপির যুগ্ম সম্পাদক মো. নুরুদ্দীন, ফজলুল হক মানিক, সহ-সভাপতি মো. মুছা, বোরহান উদ্দীন আজাদ, নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক শামীম মিশু, সহ-প্রচার সম্পাদক এইচ এম মাসুদ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনছুর আলম বাবুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

মতবিনিময় সভায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলার সভাপতি ড. জাহেদ খান তার বক্তব্যে বলেন, ‘ন্যাশনাল পিপলস্ পার্টি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ^াসী। আমরা একটি অন্যরকম রাজনৈতিক দল।’

তিনি আরো বলেন, ‘এই দলের নেতাকর্মীরা সব সময় সন্ত্রাস, লুটতরাজ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে। আমরা সবসময় দেশ ও দেশের জনগণের কথা চিন্তুা করে রাজনীতি করি। আমরা কাজ করি দেশের জনগণের কল্যাণে। এছাড়া তিনি সমাবেশ সফল করার জন্য সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহবান জানান।’

আগামী ২৮ সেপ্টেম্বর এনপিপিতে যোগদান কর্মসূচি ও কর্মী সমাবেশ হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)