মৎস্য অধিদপ্তরে প্রথম নারী ডিজি কাজী শামস আফরোজ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মৎস্য অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন কাজী শামস আফরোজ। মঙ্গলবার তিনি কাজে যোগদান করেন।

এর আগে তিনি মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৭ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কাজী শামস আফরোজ ১৯৮৪ সালে মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। পরে তিনি ইন্সটাক্টর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা উপপরিচালক পরিচালক এবং মৎস্য অধিদপ্তরের পরিচালকের (অভ্যন্তরীণ) দায়িত্ব পালন করেন।

কাজী শামস আফরোজের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটায়। তিনি বাংলাদেশ কৃষি বিদ্যালয় মৎস্য বিষয়ে অনার্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। কাজের অংশ হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এএ/জেবি)