শোডাউনের রাজনীতি বন্ধ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, ‘নৈরাজ্য শেষ করতে হবে। শোডাউনের রাজনীতি বন্ধ করতে হবে। একজন নেতা জনগণের কাছে যাবে সাধারণভাবে।’ ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রেসক্লাবেরই সৃষ্টি, সাংবাদিকরাই আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘তাদের মনের কথা শুনতে হবে, বুঝতে হবে। ময়মনসিংহ হলো সংস্কৃতিনগরী, শিল্পচার্য্য জয়নুল আবেদীন সংগ্রহশালাকে শত কোটি টাকার একটি প্লান আছে নতুন করে গড়ার।’

অনুষ্ঠানে সাংবাদিকতা, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাহিত্যে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ছয় গুণীজনকে সম্মাননা পদক দেয়া হয়। তিনি সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সাংবাদিকতায় দৈনিক জাহান পত্রিকার সম্পাদিকা অধ্যাপক রেবেকা ইয়াসমিন, দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক শ্রী জগদীস চন্দ্র সরকার, স্বাস্থ্যসেবায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দিন আহমেদ, শিক্ষায় অধ্যাপক মোকাররম হোসায়েন, ক্রীড়ায় অধ্যাপক আমির আহাম্মদ চৌধুরী রতন, সাহিত্য কবি দুলাল আহমদ দুলাল।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :