টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামক একটি ওষুধ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, টঙ্গীর বিসিক এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার গ্রাউন্ড ফ্লোরের মালামাল মজুদ কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে কারখানাটির নির্বাহী পরিচালক (লজেস্টিক) শহিদুল ইসলাম বাদল জানান, নির্মাণাধীন ভবনের নিচতলায় এসি, কাটুন ও বৈদ্যুতিক যন্ত্রাংশ মজুদ রাখা হয়েছিল। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুনের খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আহসান হাবিব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) শাহাদাত হোসেন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :