রংপুর-৩ উপনির্বাচন

মহাজোট প্রার্থী সাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩১

রংপুর-৩ আসনের উপনির্বাচনে মহাজোট প্রার্থী এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এবং বিএনপি জোটের প্রার্থী রিটা রহমান রংপুর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

বিধি লঙ্ঘন করে সাদ এরশাদ তার নির্বাচনী ব্যানার ও পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদসহ পাঁচজনের ছবি ব্যবহার করেছেন বলে দুই প্রার্থীর অভিযোগে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি মনোনীত সাদ এরশাদ বিধি লঙ্ঘন করে তার একাধিক নির্বাচনী ব্যানার, পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপার প্রয়াত চেয়ারম্যান এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপার বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এবং দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গার ছবি ব্যবহার করেছেন বলে আমরা লিখিত অভিযোগ পেয়েছি।

সাহাতাব উদ্দিন আরও বলেন, এসব অভিযোগ ছাড়াও গণসংযোগে মোটরসাইকেল ও প্রচারে অতিরিক্ত মাইক ব্যবহার করছেন তিনি, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এসব বিষয়ে মহাজোট প্রার্থী সাদকে সতর্ক করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনটিতে ভোট হবে আগামী ৫ অক্টোবর।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আরআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :