মাদারীপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯

মাছ ধরাকে কেন্দ্র করে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে শ্যাম দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ন বাড়ৈর সঙ্গে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের তর্কাতর্কি হয়। এর জের ধরে নারায়ন বাড়ৈর লোকজন হামলা চালিয়ে শ্যাম দাশকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শ্যাম দাশকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এই খবর জানাজানির পর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :