ফরিদপুরে উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের সহাযোগিতায় ‘উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় কর্মশালা’ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় জেলার দুটি উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ ৯০ জন অংশ নেন।

ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথি বলেন, ‘জনগণের অংশগ্রহণেরভিত্তিতে সমস্যা চিহ্নিতকরণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং সমন্বিত মনিটরিং ব্যবস্থা গভর্ন্যান্সের অন্যতম বৈশিষ্ট্য। মূলত তৃণমূল পর্যায় থেকে সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হলো উন্নয়নের সঠিক পদ্ধতি। ফলে স্থানীয় উন্নয়ন তরান্বিত করার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং স্বচ্ছতাও বহুলাংশে নিশ্চিত করা যায়। আর এ লক্ষ্যে উপজেলা পরিষদকে শক্তিশালী, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের মাধ্যমে উপজেলা তথ্য, পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের অন্যতম লক্ষ্য হলো রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে উপজেলা পরিষদকে সুসমন্বিতভাবে স্থানীয় ও সরকারি সম্পদ এবং দক্ষতাকে কাজে লাগাতে হবে। তাহলেই উপজেলা পরিষদের প্রতি জনগণের আস্থা সুর্দঢ় হবে এবং জাতীয় সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ এর লক্ষ্যসমূহ অর্জনে উপজেলা পরিষদ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নবিষয়ক ‘নির্দেশিকা’ নিয়ে মূল আলোচনা করেন ইউএনডিপির পলিসি স্পেশালিস্ট মোজাম্মেল হক। বক্তব্য দেন- ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তৃণমূলে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে প্রকল্পভুক্ত উপজেলা ও ইউনিয়ন হবে উন্নয়নের মডেল। প্রকল্পের কাজে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।’

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :