‘মুজিব জন্ম শতবর্ষ’ পালনে চসিকের পরিকল্পনা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

জন্ম শত বার্ষিকী পালনে সরকার গৃহিত কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনও অনুষ্ঠান উদযাপনের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাকে সমন্বিত করে চসিক জন্ম শত বার্ষিকী পালনের পরিকল্পনা নিয়েছে।

চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনকের জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা, প্রতিটি বিদ্যালয়ে ‘ছোটদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থ বিতরণ, প্রাথমিক চিকিৎসা সেবা পক্ষ পালন, ওয়ার্ডভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, নগরজুড়ে শিশু র‌্যালি, বঙ্গবন্ধুর কর্মজীবন নিয়ে বিভিন্ন স্পটে চিত্র ও বক্তব্য প্রদর্শন, সংশ্লিষ্ট সেবা সংস্থাকে নিয়ে আন্তঃসংস্থা ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এতিমদের উন্নত বিশেষ খাবার পরিবেশনের পরিকল্পনা নেয়া হচ্ছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে জন্ম শতবার্ষিকী পালনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘জন্ম শতবার্ষিকী পালনের ১০০ দিন আগে থেকে শুরু হবে ক্ষণ গণনা। সরকার নির্দেশিত কর্মসূচি পালনের পাশাপাশি দীর্ঘস্থায়ী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রজন্মের মাঝে জাতির জনকের কর্মজীবন ও রাজনৈতিক জীবনকে তুলে ধরার প্রয়াসে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। এরই সাথে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সেবা সংস্থার মতামত ও পরামর্শকে গুরুত্ব দেয়া হবে।

সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী,  প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)