মন্ত্রী-এমপিদের বাড়ি তল্লাশির দাবি বিএনপি নেতা সাখাওয়াতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮

শুধু চুনোপুঁটি নয়, রাঘব বোয়ালদের ধরতে হবে মন্তব্য করে সরকারের মন্ত্রী-এমপি বাড়ির তল্লাশি চেয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান।

তিনি এও বলেছেন, ‘দেশকে সন্ত্রাস, জুয়া, মাদক, ক্যাসিনোর রাজ্যে পরিণত করা হয়েছে। শোষণ করতেই দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজানো রায়ে কারাগারে বন্দি করা হয়েছে।’

বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদল এ মানববন্ধনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের সকল ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে শত শত কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের না ধরে চুনোপুঁটিদের ধরা হচ্ছে। চুনোপুঁটি না ধরে মন্ত্রী-এমপি আর আওয়ামী লীগের বড় বড় নেতাদের ব্যাংক একাউন্ট জব্দ করে তাদের বাড়ি ঘর তল্লাশি করলে অবৈধভাবে অর্জিত হাজার হাজার কোটি টাকার সন্ধান পাওয়া যাবে। মন্ত্রী-এমপিদের বাড়ি তল্লাশি করা হোক।’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত এই সাবেক সভাপতি আরও বলেন, ‘রাতের অন্ধকারে সিল মেরে ক্ষমতায় এসে এই অবৈধ সরকার আদালতকে তাদের কব্জায় নিয়ে গেছে। আর আদালতকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।’

সাখাওয়াত বলেন, ‘যাদের শ্রমে আর ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে সেই শ্রমিকদেরই আজ কোন অধিকার নেই। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। দেশের বেশিরভাগ কল-কারখানা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দখল করে রেখেছে। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে শ্রমিকদের মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘এখন বাংলার জনগণকে এই অবৈধ সরকারের নির্যাতন থেকে মুক্তি দিতে হলে সবার আগে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সে লক্ষ্যে আন্দোলনের কোন বিকল্প নেই। সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে বেগম জিয়াতে মুক্ত করে মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর সে আন্দোলনে শ্রমিক দলের নেতাকর্মীদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সবাইকে সে আন্দোলনে শরিক হওয়ার আহবান জানাচ্ছি।’

জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি নেতা গোলজার হোসেন খান, মনির হোসেন খান, সলিমুল্লাহ বাবুল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, রোমান হোসেন, বন্দর থানা বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচএম আনোয়ার প্রধান, সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম রিপন, পারভেজ মল্লিক, স্বপন চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, রাসেল রানা, সহ-সম্পাদক সেলিম হোসেন দিপু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সজিব খন্দকার, সহ-যোগাযোগ সম্পাদক নবু হোসেন, সদস্য একেএম ওমর ফারুক নয়ন, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মীর আলমগীর হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অপু রহমান, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মন্টু, পরিবহন দলের সভাপতি শহিদ হোসেন, হোসিয়ারি শ্রমিক দলের সভাপতি মতিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারি, বন্দর থানা শ্রমিক দলের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রূপগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি ইদ্রিস আলী।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :