কিশোরগঞ্জে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৭

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি বিরোধের জেরে আব্বাস আলী নামে এক কৃষককে হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, শেখেরহাটি গ্রামের মংগু মিয়া, দুলু মিয়া, মঞ্জু মিয়া, জংগু মিয়া, এনায়েত, কাজল ও কাকন। মামলাটিতে মোট আসামি ছিলেন নয়জন। মামলা চলাকালে তাদের মধ্যে দুইজন মারা যায়। এছাড়া মঞ্জু মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৩ জুলাই অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শেখেরহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আব্বাস আলীকে হত্যা করে। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর অষ্টগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাখাল চন্দ্র দে সাতজনের যাবজ্জীবনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর