ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ের দায়ে কারাগারে বর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৩
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করতে গিয়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রহমত মিয়া নামে এক যুবক। বুধবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম পঙ্কজ বড়ুয়া বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রহমত মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের তাহের মিয়ার ছেলে।

জানা গেছে, সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের হাবিবুর রহমানের ১৪ বছরের মেয়ের সাথে একই উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের তাহের মিয়ার ছেলে রহমত মিয়ার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে আসার দায়ে বর রহমত মিয়াকে এক মাসের কারাদণ্ড দেয়া হয় এবং কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার পিতার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম পঙ্কজ বড়ুয়া বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :