‘চলমান অভিযানের বিরোধিতাকারীরা গণদুশমন’

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৯

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

দেশের চলমান অভিযান বিরোধিতাকারীদের গণদুশমন উল্লেখ করে বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রাষ্ট্র ও জনসমাজকে কলুষমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী অভিযানে নেমেছেন উল্লেখ করে এ বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে মাদক ও জুয়া, টেন্ডার দখলবাজদের দুর্গের পতন হচ্ছে একের পর এক। দেশবাসী ঠিক এটাই প্রত্যাশা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। জনগণ আজ উদ্দীপ্ত অনুপ্রাণিত, আশান্বিত, দুষ্টের দমনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান নেতারা।

গুটিকয়েক জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও অনৈতিক সম্পদলোভী ছাড়া সবাই আজ মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ। যারা চলমান এই অভিযানের বিরোধিতা করবে তারাই গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। জনগণ সচেতন হলে এসব সমাজ ও রাষ্ট্রবিরোধী অনৈতিক কর্মকাণ্ড রুখে দেয়া সম্ভব হবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)