স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান ও মানববন্ধন করেছেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় স্থায়ী ক্যাম্পাস না করায় হতাশা প্রকাশ করেন মেডিকেল শিক্ষার্থীরা। বক্তারা বলেন, ‘শ্রেণিকক্ষ সংকটের কারণে ক্যাম্পাস না হওয়ায় পড়াশোনা ব্যহত হচ্ছে।’

তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষের উদাসিনতার কারণে মেডিকেলে স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)