পরিবেশ দূষণ: না.গঞ্জে সাত কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখা এবং পরিবেশের ক্ষতি করার দায়ে নারায়ণগঞ্জে সাত কারখানাকে সোয়া তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা মনিটরিং এন্ড এনফোর্সমেন্টের অভিযানে এর পরিচালক রুবিনা ফেরদৌস এ জরিমানা ধার্য করেন।

অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ১৩৫ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও ইটিপি নির্মাণ না করে কারখানার উৎপাদন কার্যক্রম চালু রেখে কারখানায় সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এরমধ্যে রূপসী নিটওইয়্যার লিমিটেডকে ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা, মেসার্স ফজর আলী ডায়িং, প্রিন্টিং এন্ড ফিনিশিং’কে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা, জিএম ডায়িং এন্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডায়িং এন্ড প্রিন্টিংকে ২ লাখ ৬১ হাজার ৪৪০ টাকা, মেসার্স আল ফাতাহ টেক্সটাইলকে ১৯ লাখ ৫৫ হাজার ২৭৯ টাকা, আল ফাতাহ ডায়িংকে ১ লাখ ৯০ হাজার ২৪০ টাকা এবং আল হাদিদ রি-রোলিং মিলসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং র‌্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :