অবৈধ গর্ভপাত ঘটানোর দায়ে ফার্মাসিস্টের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর দায়ে হাবিবুল্লাহ খান বাদশা নামে এক ফার্মাসিস্টকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাজিমউদ্দিন এ দণ্ডাদেশ দেন।

মহম্মদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাজিমউদ্দিন জানান, হাবিবুল্লাহ খান বাদশা ও তার স্ত্রী মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাড়ায় তাদের নিজ বাড়িতে বাণিজ্যিকভিত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধ গর্ভপাত ঘটিয়ে আসছিল। এ অভিযোগে সকালে বাদশার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর সরঞ্জামসহ অভিযোগের প্রমাণ মেলে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাদশার স্ত্রী ও অন্যরা পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :