লেনদেনের শীর্ষে বিমা খাত

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪

অর্থনৈতিক প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল বিমা খাত। দ্বিতীয় স্থানে ছিল প্রকৌশল খাত।

ডিএসইতে মোট লেনদেনে বিমা খাতের দখলে ছিল ২০ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯৩ লাখ টাকার। প্রকৌশলী খাতের অংশগ্রহণ ১৯ শতাংশ। খাতটিতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩৫ লাখ টাকার।

লেনদেনে তৃতীয় স্থানে ছিল ফার্মাসিউটিক্যালস খাত। ডিএসইর লেনদেনে খাতটির অংশগ্রহণ ১১ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭৮ লাখ টাকা।

এদিকে, ডিএসইর লেনদেনে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের অংশগ্রহণ ৮ শতাংশ। এ খাতের লেনদেনে হয়েছে ২৯ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া বস্ত্র খাতের অংশগ্রহণ ৭ শতাংশ। টেলিকমিউনিকেশন খাতের ৬ শতাংশ, সিরামিক ও ট্যানারি খাতের প্রত্যেকের ৪ শতাংশ করে। খাদ্য এবং আনুষাঙ্গিক, বিবিধ ও মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রত্যেকের ৩ শতাংশ করে। আর্থিক খাতের ২ শতাংশ এবং সিমেন্ট, আইটি ও ভ্রমণ এবং অবকাশ খাতের প্রত্যেকের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/মোআ)