স্ট্যান্ডার্ড সিরামিককে নোটিশ দিয়েছে ডিএসই

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৯

অর্থণৈতিক প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার অভিযোগে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ছিল ৩৯৪.১০ টাকায়। আর ২৪ সেপ্টেম্বর শেয়ার দর দাঁড়ায় ৫০৯.৯০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১৫.৮০ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কিন্তু নোটিশের জবাকে কোম্পানিটি গতকাল বুধবার ডিএসইকে জানায়, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/মোআ)