পিরোজপুরে পচা মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুর শহরের বাজারে পচা গরুর মাংস বিক্রি ও মজুতের দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী হাকিম। সেই সাথে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম মফিজুর রহমানের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহায়তায় পিরোজপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী হাকিম মফিজুর রহমান জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই  দেলোয়ার হোসেনের গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে ১০-১২ কেজি গরুর পচা মাংস পাওয়া যায়। পচা মাংস বিক্রি ও সংরক্ষণে থাকায় মাসুদ শেখকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান পিরোজপুরে অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)