মির্জাপুরে গুদাম ঘরে আগুন

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৩

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণ আরএফএল কোম্পানির ডিলারের গুদাম ঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই গুদামের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬০ লাখ টাকার আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে কোম্পানির ডিলার নীল কমল দে নদী জানান।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনে সূত্রপাত বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান।

জানা গেছে, প্রাণ এরএফএল কোম্পানির মির্জাপুর উপজেলার ডিলার নীল কমল দে ওরফে নদী দীর্ঘদিন ধরে পোষ্টকামুরী গ্রামের জামাল মিয়ার বাড়িতে গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত ও ঈমান বাড়ি ফেরার পথে ওই গুদামের টিনের চালে আগুন দেখতে পান। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :